প্রতিবেদন : ডুরান্ড কাপে বেঙ্গালুরু এফসি-র বিজয়রথ ছুটছে। প্রথম ম্যাচে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণর গোলে জিতেছিল ব্লুজরা। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিতল সুনীলদের ক্লাব। এদিনও গোল পেলেন সুনীল ও কৃষ্ণ। ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৪-০ গোলে বিধ্বস্ত করে প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় তুলে নিল বেঙ্গালুরু।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলে গোলকিপার কোচ হলেন পিটারসন
মোহনবাগান ফিজির গোলমেশিনের অভাববোধ করছে ডুরান্ডে। কৃষ্ণ কলকাতায় এসে প্রতিযোগিতায় নিয়মিত গোল করে যাচ্ছেন। এদিন খেলার ৯ মিনিটেই গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন কৃষ্ণ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুনীল। দু’জনের জোড়া ফলা মরশুমের শুরু থেকেই ফুল ফোটাচ্ছে। বিরতির পর আক্রমণে ঝাঁজ বাড়ায় বেঙ্গালুরু। একের পর এক আক্রমণে বিমানবাহিনীর রক্ষণে ফাটল ধরান সুনীলরা। ৭১ মিনিটে দলের বেঙ্গালুরুর পক্ষে তৃতীয় গোলটি করেন ফয়জল আলি। চতুর্থ গোলটি হয় খেলার সংযুক্ত সময়ে। ব্লুজদের গোলদাতা শিব শক্তি।