প্রতিবেদন : এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে কোচ ইগর স্টিমাচের ভাবনার সঙ্গে একমত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এশিয়া সেরার লড়াইয়ে নামার আগে চার সপ্তাহের প্রস্তুতি শিবির চান ইগর। কিন্তু এফএসডিএল-এর পক্ষে প্রস্তুতি শিবির এবং এশিয়ান কাপ টুর্নামেন্টের জন্য দু’মাস আইএসএল বন্ধ রাখা সম্ভব নয়। ক্লাবগুলোও লম্বা সময়ের জন্য খেলোয়াড় ছাড়তে চাইবে না। যা খবর, একমাস আইএসএলের বিরতি থাকবে। তাই জাতীয় কোচের দাবি মানা সম্ভব নয়। কিন্তু রবিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সুনীল জানিয়ে দিলেন, তিনি লম্বা শিবিরেরই পক্ষপাতী। একইসঙ্গে খেলতে চান জাপান, ইরান, সৌদি আরবের মতো এশিয়ার প্রথম সারির দলগুলির বিরুদ্ধে।
৯২ আন্তর্জাতিক গোলের মালিক সুনীল (Sunil Chhetri) জীবনের শেষ এশিয়ান কাপ খেলবেন দোহায়। আগামী বছরের শুরুতে ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতা। সুনীল বলেছেন, ‘‘আমরা এশিয়ান কাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার বিরুদ্ধে খেলব। যে কারণে কোচ লম্বা শিবির চান। আমরাও তাই চাই। লম্বা শিবির প্রয়োজন। আমি আশা করি, সেটা করতে পারব। তবে কতদিন আমরা জাতীয় শিবির করতে পারব সেটা স্টেকহোল্ডারদের উপর নির্ভর করছে। ওই সময় আইএসএলও চলবে। তবু আমি আশাবাদী, যত বেশিদিন সম্ভব শিবিরের জন্য আমরা সময় পাব।’’
আরও পড়ুন- প্রয়াত বার্সার কিংবদন্তি সুয়ারেজ
তারকা ভারতীয় স্ট্রাইকারের সংযোজন, ‘‘যদি এশিয়ান কাপের আগে গুরুত্বপূর্ণ দু’টি বা তিনটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি আমরা পাই, যার মধ্যে অন্তত একটি ম্যাচ এমন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে পারি যারা এশীয় র্যাঙ্কিংয়ে সেরা ছয় বা সাত নম্বরে থাকা দেশ হয়, তাহলে আমরা নিজেদের অবস্থানটা বুঝতে পারব এবং নিজেদের আরও ভালভাবে তৈরি করার সুযোগ পাব। যদি আমি নাম উল্লেখ করি, তাহলে সেটা জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো দেশ হতে পারে। সেরা দলগুলোর বিরুদ্ধে বড় ম্যাচ খেলার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চার সপ্তাহের শিবিরই প্রয়োজন। এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলার আগে দিন পাঁচেকের মতো শিবির করে তৈরি হতে পারব না। কারণ, আমাদের সব বিভাগেই উন্নতি করতে হবে।’’