ক্লেটনদের সামনে আজ সুনীল-কাঁটা

কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের প্রথম পর্বের ম্যাচে নাওরেম মহেশের গোলে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে।

Must read

প্রতিবেদন : কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের প্রথম পর্বের ম্যাচে নাওরেম মহেশের গোলে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। রবিবার যুবভারতীতে ঘরের মাঠে প্রতিশোধের ম্যাচ লাল-হলুদের। সেই সঙ্গে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে হারিয়ে শেষ ম্যাচ পর্যন্ত প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখার পরীক্ষা সাউল ক্রেসপো, ক্লেটন সিলভাদের।

আরও পড়ুন-পেরিয়ে গেল ছ’শো ঘণ্টা, শ্বেতপত্র প্রকাশে হাঁটু কাঁপছে বিজেপির

পয়েন্ট টেবলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে বেঙ্গালুরু। ষষ্ঠ দল হিসেবে প্রথম ছয়ে থাকার দৌড়ে এগিয়ে রয়েছে চেন্নাইয়িন এফসি। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ২৪। ১৯ ম্যাচে ২০ পয়েন্টে থাকা নর্থইস্টের কাছেও সুযোগ রয়েছে প্রথম ছয়ে থাকার। ফলে ইস্টবেঙ্গলকে তাদের শেষ দু’টি ম্যাচ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে চেন্নাইয়িন ও নর্থইস্টের ম্যাচের দিকেও। তাই বেঙ্গালুরু দ্বৈরথের আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলে দিলেন, দুটো ম্যাচই ফাইনাল। জেতা ছাড়া কোনও রাস্তা নেই।

আরও পড়ুন-বিশ্বাসঘাতক শান্তনু, তোপ বিশ্বজিৎ দাসের

তাঁর পুরনো দলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামার আগে কুয়াদ্রাতের চিন্তা ধারাবাহিকতার অভাব নিয়ে। আইএসএলে এখনও পর্যন্ত টানা দুটো ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। আর এটাই ভাবাচ্ছে কুয়াদ্রাতকে। বেঙ্গালুরুকে হারিয়ে ইতিহাস বদলাতে চান কুয়াদ্রাত। বললেন, ‘‘আমরা কখনও পরপর দুটো ম্যাচ জিততে পারিনি। অথচ, এমনটা এবার হওয়ার কথা ছিল না। তবু হয়েছে। আশা করি, বেঙ্গালুরুকে হারিয়ে ছবিটা বদলাতে পারব।’’

আরও পড়ুন-রেখার সমর্থকরা তৃণমূলে, মুখ্যমন্ত্রীতেই ভরসা সন্দেশখালির

কোচ বদলের পর বেঙ্গালুরুর পারফরম্যান্সের উন্নতি হয়েছে। স্বীকার করছেন কুয়াদ্রাত। বললেন, ‘‘ওরা জেতা শুরু করেছে। কঠিন ম্যাচ হবে।’’ পোড়খাওয়া সুনীলকে কীভাবে সামলাবেন? ডিফেন্ডার নিশু কুমার বলছেন, ‘‘সুনীল অভিজ্ঞ, খুব চালাক। সবসময় সতর্ক থাকতে হবে।’’

Latest article