প্রতিবেদন : আগামী বছরের শুরুতেই এশিয়ান কাপের মূলপর্ব কাতারে। তার আগে এক মাস ব্যাপী জাতীয় শিবির করতে চান ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। সাফ জয়ের পর আরও একবার ফেডারেশন কর্তাদের তা মনে করিয়ে দিয়েছেন সুনীল ছেত্রীদের কোচ। কিন্তু স্টিমাচের দাবি কি আদৌ মানবে আইএসএলের আয়োজক তথা মার্কেটিং পার্টনার এফএসডিএল?
আরও পড়ুন-‘কেন্দ্রীয় বাহিনী শাপে বর’, সাংবাদিক বৈঠকে হাইকোর্টকে ‘ধন্যবাদ’ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আসন্ন ২০২৩-’২৪ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের যে খসড়া সূচি সর্বভারতীয় ফুটবল সংস্থা এবং ক্লাবগুলির কাছে পাঠানো হয়েছে সেখানে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আইএসএল শুরুর কথা বলা হয়েছে। লিগ শেষ হবে এপ্রিলে। এশিয়ান কাপ টুর্নামেন্ট এবং তার আগে ভারতীয় দলের ট্রেনিংয়ের মেয়াদ মিলিয়ে এক মাসের বিরতি রাখা হয়েছে আইএসএলে। কিন্তু জাতীয় কোচ স্টিমাচ ভারতীয় দলের প্রস্তুতি শিবিরই করতে চান চার সপ্তাহের অর্থাৎ প্রায় এক মাসের। তাই মাস খানেকের প্রস্তুতির সুযোগ না পেলে ফেডারেশন এবং এফএসডিএল-এর সঙ্গে জাতীয় কোচের সঙ্ঘাত অনিবার্য হয়ে পড়তে পারে।
দীর্ঘমেয়াদি শিবিরে থাকার সুফল কতটা পাওয়া যায়, তা স্টিমাচের দল দেখাচ্ছে। দুই পর্বে চার সপ্তাহের প্রস্তুতি শিবির করে পরপর তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়ান কাপের প্রস্তুতি যে ঠিক পথেই এগোচ্ছে, তার প্রমাণ সুনীল, গুরপ্রীতদের টুর্নামেন্ট জয়ের হ্যাটট্রিক। সাফ জিতে উঠেই স্টিমাচ ফের বলেছেন, ‘‘এশিয়ান কাপের প্রস্তুতিই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে চার সপ্তাহের শিবির করতে চাই। বাকি আর কিছু নিয়ে আমার আগ্রহ নেই। টানা অনুশীলনের সুযোগ না পেলে ফলাফল যা খুশি হতে পারে।’’