বিরাটদের এক হাত নিলেন কপিল , সানি

Must read

দুবাই, ৮ নভেম্বর : ব্যাটসম্যানদের ব্যর্থতাই টি-২০ বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়ার প্রধান কারণ। এমনটাই জানাচ্ছেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ভারতীয় ওপেনার আরও জানাচ্ছেন, গত কয়েকটি আইসিসি টুর্নামেন্টে যখনই কোনও শক্তিশালী বিপক্ষের মুখোমুখি হয়েছে, তখনই ব্যর্থ হয়েছে তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইনআপ।
এই প্রসঙ্গে সানির বক্তব্য, ‘‘সাদা বলের ক্রিকেটে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই সময় মাত্র দু’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকে। কিন্তু গত কয়েকটি আইসিসি টুর্নামেন্টে পাওয়ার প্লে-র সুযোগ নিতে পুরোপুরি ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। এই কারণে যখনই এমন কোনও দলের মুখোমুখি হয়েছে, যাদের বোলিং দারুণ শক্তিশালী, ভারত স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারেনি।

এই ভুল খুব দ্রুত শুধতে নিতেই হবে।’’ উদাহরণ হিসেবে এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচকে তুলে ধরছেন গাভাসকর। তিনি বলেন, ‘‘এই দুটো ম্যাচেই আমাদের ব্যাটসম্যানদের পাক ও কিউয়ি বোলাররা আটকে রেখেছিল। সহজে রান তুলতে দেয়নি। হ্যাঁ, দুবাইয়ের পিচে পরে ব্যাট করা সহজ। কারণ শিশির একটা ফ্যাক্টর। তবে আপনি যদি প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান (নিউজিল্যান্ড ম্যাচে ভারতের স্কোর) করেন, সেক্ষেত্রে শিশিরের কোনও ভূমিকাই থাকে না।’’ একই সঙ্গে গাভাসকর আরও বলেন, ‘‘একটা ম্যাচে হারের পর দলে একাধিক পরিবর্তনের সিদ্ধান্তও ভুল। কারণ এমনটা নয় যে দল সবক’টা ম্যাচ হেরে গিয়েছিল। আসল কথাটা হল, ব্যাটসম্যানরা গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে ব্যর্থ হয়েছে। আর এটাই ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।’’

আরও পড়ুন : যানজট কমাতে বালাসন সেতুর পাশে সার্ভিস রোড

এদিকে টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিদের ব্যর্থতার জন্য পরোক্ষে আইপিএলকেই কাঠগড়ায় তুললেন কপিল দেব। ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক একই সঙ্গে তোপ দেগেছেন ক্রিকেটারদের মানসিকতা নিয়েও। কপিল মনে করেন, এই বিষয়ে ভারতীয় বোর্ডের আরও দায়িত্ব সহকারে পরিকল্পনা করা উচিত ছিল।

প্রসঙ্গত, আইপিএল খেলেই টি-২০ বিশ্বকাপের গ্রহে পা রেখেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে আলাদা করে কোনও শিবিরও করা হয়নি। ক্ষুব্ধ কপিলের বক্তব্য, ‘‘ক্রিকেটাররা যদি দেশের হয়ে খেলার চেয়েও আইপিএলকে বেশি গুরুত্ব দেয়, তাহলে আমাদের কীই-বা বলার থাকে! আমি ওদের (ক্রিকেটারদের) অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল নই। তাই বেশি কিছু বলতে পারব না। কিন্তু দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া যে গর্বের বিষয়, সেটাও ক্রিকেটারদের মাথায় রাখা উচিত।’’
কপিল আরও বলেন, ‘‘আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিরুদ্ধে নই। কিন্তু আগে দেশ তারপর ফ্র্যাঞ্চাইজি। আমি ক্রিকেটারদের বলব না যে, তোমরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলো না। তবে বিসিসিআইয়ের এই বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। আইপিএলের পরেই বিশ্বকাপ, এই ব্যাপারে বোর্ড আরও দায়িত্ব নিয়ে পরিকল্পনা করতে পারত।’’ প্রাক্তন ভারত অধিনায়কের বাড়তি সংযোজন, ‘‘আশা করব, এই ভুলগুলো যাতে ভবিষ্যতে আর না হয়, সেদিকে বোর্ড নজর দেবে।’’ আগামী বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে বসবে আরও একটি টি-২০ বিশ্বকাপের আসর। কপিলের মতে, এখন থেকেই পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দেওয়া উচিত। তিনি বলেন, ‘‘বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বলেই যে ভারতীয় ক্রিকেট মরশুম শেষ, তা তো নয়। আবারও বলছি, আইপিএল ও বিশ্বকাপের মধ্যে একটু বিরতি থাকা উচিত ছিল। পাশাপাশি এটাও ঠিক যে, আমাদের ক্রিকেটাররা যথেষ্ট সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।’’

 

Latest article