নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : ওয়াঘার ওপারের কিছু ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে প্রায়শই নেতিবাচক মন্তব্য করে থাকেন পাকিস্তানের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। নিজের কলামে এ নিয়ে কড়া সমালোচনা করলেন সুনীল গাভাসকর। তাঁর সাফ কথা, পাকিস্তানের ওই প্রাক্তনদের মন্তব্য নিয়ে কারও মাথাব্যথা নেই। শুধু সস্তা জয়প্রিয়তা পাওয়ার জন্যই এগুলো করা হয়।
আরও পড়ুন-সরকারি উদ্যোগে পুনর্বহাল এইচআইভি পজিটিভ শিক্ষক
গাভাসকর লিখেছেন, ‘‘এটা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সীমান্তের ওপারের কোনও প্রাক্তন ভারতের কোনও এক ক্রিকেটারকে বেছে নিয়ে বলবেন, ওর থেকে পাকিস্তানের ওমুক বড় ক্রিকেটার। কারণ ওরা জানে, এতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দ্রুত প্রতিক্রিয়া দেবে। এতে সংশ্লিষ্ট প্রাক্তনের ফলোয়ারের সংখ্যা বাড়ে। প্রচারের আলোয় থাকার জন্যই এগুলো করা হয়। কিন্তু বাস্তবটা হল, ওদের মন্তব্য নিয়ে কেউই মাথা ঘামায় না।’’ গাভাসকর মনে করেন, আইপিএল গোটা ক্রিকেট বিশ্বকে বেঁধে রেখেছে। তাঁর বক্তব্য, ‘‘দুটো সেরা দল যখন মাঠে মুখোমুখি হয়, তখন লড়াই হবেই। আইপিএলে অনেক বিদেশি ক্রিকেটার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সাজঘর ভাগ করে নেয়। একই হোটেলে থাকে। কিন্তু এরাই আবার দেশের হয়ে খেলার সময় একে অন্যকে এক ইঞ্চিও জমি ছাড়ে না।’’