নয়াদিল্লি, ৩০ নভেম্বর : কানপুর টেস্ট রুদ্ধশ্বাস ড্র হয়েছে। জয় থেকে মাত্র একটি উইকেট দূরে ছিল ভারত। কিন্তু শেষ উইকেট জুটিতে নিউজিল্যান্ডের দুই ভারতীয় বংশোদ্ভূত টেলএন্ডার রাচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল ৫০টির বেশি বল খেলে রাহানেদের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন। তবু ভারতের রান তাড়া করতে গিয়ে কিউয়ি-ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর। ভারতীয় কিংবদন্তি নিউজিল্যান্ড ব্যাটিং নিয়ে একেবারেই খুশি নন।
আরও পড়ুন-ইউরিক অ্যাসিড বাড়লে
টেস্টের ধারাভাষ্য দিতে গিয়ে সানি বলেছেন, ‘‘নিউজিল্যান্ড কেবলমাত্র টেস্ট বাঁচানোর জন্য খেলেছে। চতুর্থ ইনিংসে শুরু থেকে ড্র করার মানসিকতা নিয়ে ওরা ব্যাট করেছে। যাকে বলে ভীতু ব্যাটিং। ভারত শেষ দিনের দ্বিতীয় সেশনে যখনই উইকেট নিতে শুরু করল, ওরা নিজেদের আরও গুটিয়ে নিয়ে ধীরগতির ব্যাটিং করে গেল। ভারতীয়রাও বুঝতে পারল, ওরা জয়ের চেষ্টা না করে টেস্ট বাঁচাতে খেলছে। তাই চাপ আরও বাড়াল সফরকারী দলের উপর।’’
আরও পড়ুন-স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য
এরপর প্রাক্তন ভারতীয় ওপেনারের সংযোজন, ‘‘মধ্যাহ্নভোজের বিরতির সময় দ্রাবিড়, রাহানেরা চিন্তায় পড়ে গিয়েছিল। কারণ, যেভাবে লাথাম, সোমারভিল ব্যাট করছিল, তাতে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছিল যেখান থেকে পরের দিকের ব্যাটাররা স্বাভাবিক ব্যাটিং করলেই নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু কিউয়িদের জেতার মানসিকতা না থাকায় সেটা হয়নি।’’