খেলা

কোহলিদের আজ ভেসে থাকার ম্যাচ

হায়দরাবাদ, ১৭ মে : প্লে-অফের স্বপ্ন জিইয়ে রাখতে হলে শেষ দুটো ম্যাচ জিততেই হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Sunrisers Hyderabad vs RCB)। জিতলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া বিরাট কোহলিদের শেষ চারে থাকার আশা বেঁচে থাকবে। কিন্তু হারলেই সব শেষ! অন্যদিকে, সানরাইজার্স আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাই ভুবনেশ্বর কুমারদের নতুন করে হারানোর কিছু নেই।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্য আরসিবি শিবিরে আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইছে। আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে বিধ্বস্ত করে বড় জয় পেয়েছেন বিরাটরা। হায়দরাবাদে পা রেখেই মহম্মদ সিরাজের নতুন বাড়ির গৃহপ্রবেশে উপস্থিত ছিলেন বিরাট-সহ গোটা আরসিবি দল। হায়দরাবাদের জুবিলি হিলসে নতুন বাংলো কিনেছেন সিরাজ। সতীর্থদের জন্য ঢালাও হায়দরাবাদি বিরিয়ানির আয়োজন করেছিলেন সিরাজ।

আরও পড়ুন-ঘুরে আসুন ভারকালা

এদিকে, হায়দরাবাদের (Sunrisers Hyderabad vs RCB) বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ব্যাটিংই ভরসা আরসিবির। টপ অর্ডারের তিন ব্যাটার ফাফ ডুপ্লেসি, বিরাট এবং গ্লেন ম্যাক্সওয়েল দারুণ ফর্মে। অধিনায়ক ডুপ্লেসি ১২ ম্যাচে সাতটি হাফ সেঞ্চুরি-সহ মোট ৬৩১ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিরাট ১২ ম্যাচে করেছেন ৪৩৮ রান। কিং কোহলির ব্যাট থেকে এসেছে হাফ ডজন হাফ সেঞ্চুরি। পিছিয়ে নেই ম্যাক্সওয়েলও। পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ তাঁর মোট রান ৩৮৪। তুলনামূলকভাবে বোলিং নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে। সিরাজ (১৬ উইকেট) বল হাতে ছন্দে থাকলেও, বাকিরা সেভাবে ভরসা দিতে ব্যর্থ। তবে রাজস্থান ম্যাচে দারুণ বোলিং করেছিলেন বাঁ হাতি প্রোটিয়া পেসার ওয়েন পার্নেল। জয় পেতে তাই সিরাজ-পার্নেল জুটিতেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

33 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

42 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago