প্রাণহানির ষড়যন্ত্রের অভিযোগ সুপ্রকাশের

Must read

সংবাদদাতা, কাঁথি : কাঁথি পুরসভার নবনির্বাচিত উপপ্রধান তথা জেলা যুব তৃণমূল কংগ্রেস (কাঁথি) সভাপতি সুপ্রকাশ গিরি (Suprakash Giri) এবং ১৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তীর স্বামী তথা তৃণমূল কংগ্রেসের কাঁথি পুরকর্মচারী ইউনিয়নের সম্পাদক খোকন চক্রবর্তী কাঁথি থানায় নিজেদের প্রাণহানির ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করলেন। সম্প্রতি একটি অডিও ক্লিপে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ কাঁথি পুরসভার এক সহকারী ইঞ্জিনিয়ারের সঙ্গে এক মহিলার কথোপকথনে খোকনকে ‘সরিয়ে দেওয়া’-র কথা বলা হয়েছে। সেই অডিও ক্লিপটি পুলিশ সংগ্রহ করেছে। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ‘জাগোবাংলা’। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক অনুমান, এই কাণ্ডের পিছনে বড় মাথা ও বড়সড় চক্র রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নতুন পুরপ্রধান ও উপপ্রধানের দ্বারস্থ হয়েছে পুর কর্মচারীদের একাংশ। সুপ্রকাশ গিরি (Suprakash Giri) বলেন, ‘‘অডিও ক্লিপ কাণ্ড নিয়ে থানায় অভিযোগ করেছি। আমার দৃঢ় বিশ্বাস, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তদন্তে সত্য উদঘাটিত হোক, এটাই চাই।’’

Latest article