লখিমপুরকাণ্ড নিয়ে ফের প্রশ্ন সুপ্রিম কোর্টের

Must read

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডে ফের শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ল উত্তরপ্রদেশ সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ প্রশ্ন করে, যেখানে ৫ হাজার মানুষ জমায়েত হয়েছিল সেখানে কীভাবে মাত্র ২৩ জন প্রত্যক্ষদর্শী?

আরও পড়ুন : জোটের দরজা খোলা, তবে নিজেদের শক্তি বাড়িয়েই যাবে তৃণমূল কংগ্রেস

যোগী সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী হরিশ সালভে যুক্তি দেন, এ পর্যন্ত ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ২৩ জন নিজেদের প্রত্যক্ষদর্শী দাবি করেছেন। এই সময় প্রধান বিচারপতি জানতে চান, এত বড় আকারের কৃষক সমাবেশ যেখানে, সেখানে কি শুধুমাত্র ২৩ জন প্রত্যক্ষদর্শী থাকতে পারে? সরকারি আইনজীবী শীর্ষ আদালতে বোঝানোর চেষ্টা করেন, সেদিন যাঁরা আহত হয়েছিলেন পরে তাঁরা দুর্ভাগ্যজনকভাবে মারা যান। বাকি ২৩ প্রত্যক্ষদর্শী জীবিত। প্রধান বিচারপতি রামান্না উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেন যাতে এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। আদালতের মতে, অনেক ক্ষেত্রে নিরাপত্তার আশঙ্কা সাক্ষ্যদানে বাধা তৈরি করে।

Latest article