এনডিএ পরীক্ষা নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : এনডিএ পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের আবেদনে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট। বুধবার সর্বোচ্চ আদালত কেন্দ্রের আপত্তি উড়িয়ে ইউপিএসসিকে (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) নির্দেশ দিয়েছে এই বছর ১৪ নভেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবছরই প্রথম মহিলারা এনডিএ প্রবেশিকা পরীক্ষায় অংশ নেবেন।

আরও পড়ুন-ত্রিপুরায় জেরার সময় ঘরে ঠিক কী হয়েছিল

তবে তার পরেও প্রশাসনিক প্রক্রিয়ার অজুহাত দিয়ে চলতি বছরের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমি পরীক্ষায় মহিলা প্রার্থীদের অংশগ্রহণের অনুমতি বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। বুধবার বিচারপতি সঞ্জয় কিষণ কাউল এবং বিচারপতি বি আর গাভাই-এর বেঞ্চ সরকারের এই আবেদন খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন-তথ্য–প্রযুক্তির চাকরি ১২০ শতাংশ মাইনে, তার উপর বোনাসও

বিচারপতি সঞ্জয় কিষণ কাউল সরকারের আবেদন নিয়ে শুনানির সময় বলেছেন, পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের আবেদন গ্রহণ করা আমাদের পক্ষে কঠিন। আবেদনটি আপাতত মুলতুবি রাখা হচ্ছে। প্রয়োজনে ২০২২ সালের জানুয়ারিতে শুনানি হবে।

Latest article