লখিমপুরকাণ্ড: যোগী সরকারের উপর চাপ বাড়াল সুপ্রিম কোর্ট

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : লখিমপুর খেরির কৃষক হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের উপর চাপ বাড়াল সুপ্রিম কোর্ট। কৃষক মৃত্যু ও সংঘর্ষের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট যোগী সরকারের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলেছে এক দিনের মধ্যেই। আজ শুক্রবার ফের শুনানি। আদালতের নির্দেশ, কতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং কতজন গ্রেফতার হয়েছে তা জানাক সরকার।

আরও পড়ুন : দাঙ্গা: দিল্লি পুলিশকে তিরস্কারের পরই বদলি হয়ে গেলেন বিচারক

প্রধান বিচারপতি এনভি রামান্না বলেন, অভিযোগ উঠছে যে এত বড় ঘটনা ঘটলেও সরকার তা সঠিকভাবে দেখছে না এবং সঠিকভাবে এফআইআর দায়ের হয়নি। বিচারবিভাগীয় কমিশনের বিশদ তথ্যও আদালতে জানাতে হবে। আদালতের মন্তব্য, ঘটনায় নিহত এক ব্যক্তির মৃত্যুশোকের অভিঘাতে তাঁর মায়ের অবস্থা সঙ্কটাপন্ন। রাজ্য সরকারের উচিত অবিলম্বে ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করা। লখিমপুরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চপর্যায়ের তদন্ত চেয়েছেন আইনজীবী শিবকুমার ত্রিপাঠি ও সিএন পাণ্ডা। প্রধান বিচারপতি এনভি রামান্ন, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ লখিমপুরকাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। এদিকে শীর্ষ আদালতের চাপের মুখে তড়িঘড়ি দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে যোগীর পুলিশ। তবে মূল অভিযুক্ত ও কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্রকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ। মন্ত্রীপুত্রকে সমন পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বাড়িতে নোটিশ সাঁটা হয়েছে।

Latest article