প্রতিবেদন : করোনা আবহে নিট পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তার কালো মেঘ কাটল। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিটের এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের কাউন্সেলিং চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল পড়ুয়াদের মধ্যে অন্যান্য অনগ্রসর এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য যে কোটা রয়েছে তা বহাল রেখেই করতে হবে কাউন্সেলিং।
আরও পড়ুন-করোনার জের, বন্ধ মঙ্গলাহাট
এমনকি সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থনৈতিক দুর্বলতার মাপকাঠি হিসেবে ৮ লক্ষ টাকা বা তার কম বাৎসরিক আয়ের ঊর্ধ্বসীমা নির্ধারিত রাখার কথা বলা হয়েছে। যদিও সব রিপোর্ট বিবেচনা করে এই বিষয়ে একটি বিশদ শুনানি আগামী মার্চ মাসে হবে বলে জানিয়েছে আদালত। ২৯ জুলাই কেন্দ্র এক নির্দেশিকা জারি করেছিল। যে নির্দেশিকায় বলা হয়েছিল, ১৫ শতাংশ স্নাতক মেডিকেল কোর্সে ২৭ শতাংশ ওবিসি কোটা এবং ১০ শতাংশ অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির কোটা এবং সর্বভারতীয় কোটার অধীনে ৫০% পিজি আসন সংরক্ষিত রাখা হবে। এরপরই এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে গত বছর অক্টোবরে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। যে কারণেই স্থগিত হয়ে গিয়েছিল কাউন্সেলিং।