অগ্নিগর্ভ মণিপুর: বীরেন সিং সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব সুপ্রিম কোর্টের

Must read

টানা ২ মাস ধরে অগ্নিগর্ভ মণিপুর। জাতিহিংসা নিয়ে অশান্ত বিজেপি শাসিত ওই রাজ্য। এখনও পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতি মণিপুর হিংসা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। যার প্রেক্ষিতেই এবার মণিপুরে বীরেন সিং (Biren Singh) সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব করল দেশের শীর্ষ আদালত (Supreme Court- Manipur Violence)। পরিস্থিতি সামাল দিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিশদে জানাতে বলা হয়েছে।

সোমবার এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য দাবি করেন, মণিপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেখানে নিরাপত্তাবাহিনী মোতায়েন আছে। রাজ্যে শান্তি ফেরাতে সরকার সচেষ্ট। আরও কিছুটা সময় প্রয়োজন। যদিও মামলাকারী জানান, পরিস্থিতি মোটেও স্বাভাবিক হচ্ছে না। এখনও পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরা হয়। এরপরই সবদিকবিচার করে মণিপুর নিয়ে রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব করে শীর্ষ আদালত (Supreme Court- Manipur Violence)।

আরও পড়ুন-পঞ্চায়েত নির্বাচন: ১০হাজারের কম বুথ স্পর্শকাতর, জানাচ্ছে কমিশন

শনিবার রাতে নতুন করে হিংসা ছড়ায় মণিপুরের খোইজুমন্তবি গ্রামে। গুলির লড়াইয়ে দুই ‘গ্রামসেবকে’র মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা সেখানে ১০০ ছাড়িয়ে গিয়েছে। সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত। এমনকী রাজ্যের একাধিক মন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। সব দেখেশুনে সপ্তাহ খানেক আগে মুখ্যমন্ত্রী বিরেন সিং একদফা পদত্যাগের নাটক করেন মণিপুরে। পরে সে সিদ্ধান্ত বদল করেন। অশান্তি খতিয়ে দেখতে মণিপুর সফর করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কোনওকিছুতেই কিছু হয়নি। এই অবস্থায় মণিপুরের হিংসা নিয়ে মামলায় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কতটা ভালো বা মন্দ তার বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদলত। রিপোর্ট দেবে বিরেন সিং সরকার।

Latest article