প্রতিবেদন : স্কুলের গ্রুপ-ডি পদে অবৈধ নিয়োগের অভিযোগে ১,৯১১ জনের চাকরি বাতিলের কলকাতা উচ্চ আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ক্লার্ক এবং নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার ক্ষেত্রেও হাইকোর্টের রায়ও আপাতত কার্যকর হচ্ছে না সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চের স্থগিতাদেশে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন গ্রুপ ডি পদে চাকরি হারানো কর্মীদের একাংশ। কিন্তু তার আগেই হাইকোর্টের নির্দেশে শূন্যপদে নতুন প্রার্থীদের কাউন্সেলিং শুরু করে এসএসসি।
আরও পড়ুন-বড় ভরসা শস্যবিমা, পূর্ব বর্ধমানে ফসলের ক্ষতি
গত ৩ মার্চ শুনানির পর মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউন্সেলিং বন্ধ রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। মামলাটি ফের শুনানির জন্য উঠলে চাকরি হারানো অশিক্ষক কর্মীদের আইনজীবী পার্থসারথি দেববর্মন বলেন, হাইকোর্ট আমাদের কথা ঠিকমতো না শুনেই নির্দেশ দিয়েছে৷ তাই শুধু কাউন্সেলিং নয়, চাকরি বাতিলের রায়েও স্থগিতাদেশ দেওয়া হোক। এরপর স্থগিতাদেশ দেয় দুই বিচারপতির বেঞ্চ। ৯ মে মামলার পরবর্তী শুনানি।