যশোর রোডে গাছ কাটার পক্ষে রায় সুপ্রিম কোর্টেরও

Must read

সংবাদদাতা, বারাসত : সুপ্রিম কোর্ট (Supreme Court) ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে অনুমতি দিল যশোর রোডের (Jessore Road) পাশের ৩৫৬টি শিরিষ গাছ কাটার। ফলে পেট্রাপোল থেকে বারাসত (Petrapole to Barasat) পর্যন্ত জাতীয় সড়কে গতি আসবে। খুশির হাওয়া গাড়িচালক থেকে সড়কযাত্রীদের মনে। বারাসত থেকে পেট্রাপোল পর্যন্ত পাঁচটি রেল ওভারব্রিজের জন্য এই গাছগুলি কাটা হবে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থেকে বারাসাত পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা শিরিষ গাছের জন্যে যশোর রোডের (Jessore Road) সম্প্রসারণ ও রেল ওভারব্রিজ করা সম্ভব হচ্ছিল না। এই গাছকাটার বিরোধিতা করে পথে নেমেছিল পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা। ২০১৮ সালে পাঁচটি রেল ওভারব্রিজের জন্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩৫৬টি গাছ কাটার নির্দেশ দিয়েছিল। পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রেখে ৩৫৬টি গাছ কাটার নির্দেশ দেয়। এর মধ্যে ঝড়ে কয়েকটি গাছ নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে ৩০৬টি গাছ কাটতে হবে। এবং একটি গাছ কাটার পরিবর্তে পাঁচটি গাছ নতুন করে লাগাতে হবে। পাশাপাশি এই কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জেলা সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভা

Latest article