প্রতিবেদন : দেশের আর পাঁচটা সম্প্রদায়ের মতো মুসলিম সম্প্রদায়ের মেয়েদেরও বিয়ের ন্যূনতম বয়স হোক ১৮। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court- Muslim Girls) জনস্বার্থ মামলা দায়ের করল জাতীয় মহিলা কমিশন। শুক্রবার এই মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। এ নিয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া চেয়ে একটি নোটিশ পাঠিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসীমার ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে তার মতামত জানাতে বলেছে শীর্ষ আদালত (Supreme Court- Muslim Girls)।
জাতীয় মহিলা কমিশনের তরফে ওই মামলাটি দায়ের করেন তিন আইনজীবী গীতা লুথরা, শিবানী লুথরা লোহিয়া এবং অস্মিতা নারুলা। আবেদনকারীরা জানান, অপ্রাপ্তবয়স্ক মুসলিম মহিলাদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। অন্যান্য ধর্মের জন্য প্রযোজ্য শাস্তিমূলক আইনের সঙ্গে যাতে ইসলামিক পার্সোনাল ল’র ভারসাম্য রাখা যায় তার জন্যই এই আবেদন। উল্লেখ্য, ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং পুরুষদের ২১ বছর।