মানদৌসের বলি ৪

Must read

প্রতিবেদন : ঘূর্ণিঝড় মানদৌসের (Cyclone Mandous) দাপটে লন্ডভন্ড হল চেন্নাই। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তামিলনাড়ুতে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। যার মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানদৌসের (Cyclone Mandous) দাপটে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে একাধিক টেলিফোন ও বিদ্যুতের খুঁটি। শুক্রবার রাতেই মানদৌস চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমের আছড়ে পড়ে। বিকেল থেকেই চলছিল প্রবল বৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগও বাড়ে। সঙ্গে ছিল ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পরিস্থিতি স্বাভাবিক হবে। বড় ধরনের বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে চেন্নাই-সহ অধিকাংশ এলাকা নিষ্প্রদীপ হয়ে রয়েছে।

আরও পড়ুন-মুসলিম মেয়েদের বিয়ের বয়স: মামলা নিল কোর্ট

Latest article