প্রতিবেদন: তিন মাসের মধ্যেই পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে। বৃহস্পতিবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত জানিয়েছে, যে সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম কেন্দ্রের ই-শ্রম পোর্টালে নথিভুক্ত আছে কেবল তাঁদের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।
আরও পড়ুন-ভয়ঙ্কর সৌরঝড়ে বিপর্যস্ত হতে পারে ইন্টারনেট ও টেলিযোগাযোগ
এক জনস্বার্থ মামলায় সর্বোচ্চ আদালতের বিচারপতি এমআর শাহের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয়। ওই মামলায় আবেদনকারীরা জানায়, ২০২১ সালে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন এবং শুকনো রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল শীর্ষ আদালতের সেই নির্দেশ মানছে না। আবেদনকারীদের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, যেহেতু নির্দিষ্ট সময় আদমশুমারি হয়নি সেই সুযোগে ১০ কোটিরও বেশি মানুষকে জাতীয় খাদ্য সুরক্ষা আইন থেকে বঞ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন-নরোদাগাম গণহত্যা, বিজেপি মন্ত্রী-সহ ৬৯ জন অভিযুক্তকেই খালাস করল গুজরাতের আদালত!
এমনকী, এই ১০ কোটি মানুষের রেশন কার্ডও নেই। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিভিন্ন মানুষকে রেশন দেওয়া হচ্ছে। প্রশান্ত ভূষণের ওই বক্তব্যের পরে বিচারপতি এম আর শাহর নেতৃত্বাধীন বেঞ্চ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানায়, ২৮.৫৫ কোটি শ্রমিক যাদের নাম কেন্দ্রের ই-শ্রম পোর্টালে নথিভুক্ত আছে তাদের অবিলম্বে রেশন কার্ড দিতে হবে। আগামী তিন মাসের মধ্যে তাঁদের খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।