দক্ষিণ আফ্রিকার খনিতে বিস্ময়, মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে

Must read

দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানার খনি থেকে মিলল আরও একটি বড় হিরে। গত ১ জুন এই বৎসওয়ানা থেকেই উদ্ধার হয় একটি ১ হাজার ৯৮ ক্যারাটের হিরে। ডেবসওয়ানা ডায়মন্ড নামে একটি সংস্থা ওই হিরেটির উদ্ধার করেছিল। তারপর ১২ জুন উদ্ধার হয় ১ হাজার ১৭৪ ক্যারাটের আরও একটি হিরে। কানাডার সংস্থা লুকারা ডায়মন্ড হিরেটি উদ্ধার করেছে। বিশেষজ্ঞদের মতে, এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে।

আরও পড়ুন-কান্দাহারে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ

লুকারা ডায়মন্ড নামক এই সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর জানান, “আমাদের জন্য এটি ঐতিহাসিক বিষয়”। উদ্ধারের পর হিরেটি বৎসওয়ানার মন্ত্রিসভার হাতে তুলে দেন তাঁরা। এর আগে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরে, ‘লেসেডি লা রোনা’ উদ্ধার হয়। যার ওজন ছিল ১ হাজার ১০৯ ক্যারাট। সেটিও এই একই খনি থেকে আবিষ্কার করে লুকারা ডায়মন্ড নামক সংস্থা। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকেই উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হিরে, যার ওজন ৩ হাজার ১০৬ ক্যারাট।

Latest article