দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানার খনি থেকে মিলল আরও একটি বড় হিরে। গত ১ জুন এই বৎসওয়ানা থেকেই উদ্ধার হয় একটি ১ হাজার ৯৮ ক্যারাটের হিরে। ডেবসওয়ানা ডায়মন্ড নামে একটি সংস্থা ওই হিরেটির উদ্ধার করেছিল। তারপর ১২ জুন উদ্ধার হয় ১ হাজার ১৭৪ ক্যারাটের আরও একটি হিরে। কানাডার সংস্থা লুকারা ডায়মন্ড হিরেটি উদ্ধার করেছে। বিশেষজ্ঞদের মতে, এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে।
আরও পড়ুন-কান্দাহারে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ
লুকারা ডায়মন্ড নামক এই সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর জানান, “আমাদের জন্য এটি ঐতিহাসিক বিষয়”। উদ্ধারের পর হিরেটি বৎসওয়ানার মন্ত্রিসভার হাতে তুলে দেন তাঁরা। এর আগে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরে, ‘লেসেডি লা রোনা’ উদ্ধার হয়। যার ওজন ছিল ১ হাজার ১০৯ ক্যারাট। সেটিও এই একই খনি থেকে আবিষ্কার করে লুকারা ডায়মন্ড নামক সংস্থা। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকেই উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হিরে, যার ওজন ৩ হাজার ১০৬ ক্যারাট।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…