আত্মসমর্পণ, গ্রেফতার, বিপুল অর্থের বন্ডে জামিন, প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে কুকীর্তির নজির ট্রাম্পের!

ট্রাম্প ছাড়া এই মামলার অন্যান্য অভিযুক্তরাও আত্মসমর্পণ করেছেন। তবে জেলে ট্রাম্পের তোলা ছবি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Must read

প্রতিবেদন : আমেরিকার ইতিহাসে প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে কুকীর্তির নানা নজির গড়েই চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার জর্জিয়ায় ভোটের ফলাফলে কারচুপি করার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার আটলান্টার ফুলটন কাউন্টির একটি কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। সেখানে আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-কবি মধুমিতা খুনে ২০ বছর পর মুক্তি সস্ত্রীক প্রাক্তন মন্ত্রীর

গ্রেফতারির পর অভিযুক্ত হিসাবে তাঁর মুখের ছবি তোলার পর দু’লক্ষ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। কারাগারে ট্রাম্পকে মিনিট কুড়ি কাটাতে হয়েছিল। এরপর তিনি কারাগার থেকে বেরিয়ে যান। এই ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে চর্চা। মার্কিন মুলুকেও প্রবলভাবে নিন্দিত হচ্ছে ট্রাম্পের কীর্তি।

আরও পড়ুন-যোগীরাজ্যে মুসলিম শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে অপমান, ভাইরাল ভিডিও, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশে রিপাবলিকান দলের প্রার্থী তথা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ফল প্রকাশ হলে দেখা যায়, ১২ হাজার ভোটে জিতে গিয়েছেন বাইডেন। ট্রাম্প দাবি করছিলেন, গণনায় কারচুপি করা হয়েছিল। এরপর তাঁর বিরুদ্ধেই পাল্টা কারচুপির অভিযোগ আনা হয়। জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয় ট্রাম্পকে। জর্জিয়ার আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে রয়েছে জর্জিয়ার গুন্ডামি-বিরোধী র‌্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন এবং জালিয়াতির ষড়যন্ত্র। ট্রাম্পের সঙ্গেই অভিযুক্ত হন তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী— হোয়াইট হাউসের তৎকালীন চিফ অফ স্টাফ মার্ক মেডোস এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি।

আরও পড়ুন-আজ সামনে কালীঘাট, লিগে সুপার সিক্সে চোখ মহামেডানের

তাছাড়া, মার্কিন বিচারবিভাগের তৎকালীন কর্তা জেফরি ক্লার্ক-সহ আরও ১৬ জনের বিরুদ্ধে একইরকম অভিযোগ আনা হয়েছে। তাঁদের সকলকেই আত্মসমর্পণের জন্য ২৫ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার জর্জিয়ার ওই কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন ট্রাম্প।

আরও পড়ুন-মুক্তি পেয়ে গুজরাতে ওকালতি, পেশায় বিলকিসের ধর্ষক!

ট্রাম্প ছাড়া এই মামলার অন্যান্য অভিযুক্তরাও আত্মসমর্পণ করেছেন। তবে জেলে ট্রাম্পের তোলা ছবি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ফুলটন কাউন্টির শেরিফের অফিস থেকে প্রকাশিত ছবিতে তাঁকে গাঢ় নীল স্যুট, সাদা শার্ট এবং লাল টাই পরে ক্যামেরার দিকে তাকাতে দেখা গিয়েছে। চোখেমুখে প্রবল বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। সমাজমাধ্যমে এই ছবিটিকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কারণ, আমেরিকার সমস্ত প্রাক্তন প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পই প্রথম যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়ে গ্রেফতার হলেন।

আরও পড়ুন-ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তামিলনাড়ুর ট্রেনে, মৃত একাধিক

ট্রাম্পকে ফুলটন কাউন্টি কারাগারে বুকের কাছে একটি বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। যেখানে তাঁর উচ্চতা ছ’ফুট তিন ইঞ্চি উল্লেখ করা ছিল। ওজন লেখা ছিল ৯৭ কিলোগ্রাম। চুলের রং হিসাবে লেখা ছিল সোনালি। তখনই সেই ছবি তোলা হয় কারাগার কর্তৃপক্ষের তরফে।
গ্রেফতারির পর আবার জেল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমেরিকার কাছে অত্যন্ত দুঃখজনক দিন। আমি কোনও ভুল করিনি। বিচারব্যবস্থার সঙ্গে প্রতারণা করে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Latest article