ডেঙ্গু নিকেশ অভিযানে নেমেছে কলকাতা পুরসভা। বরোভিত্তিক প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে। আগামী ৩ মাস চলবে টানা নজরদারি। নজরে থাকবে নির্মীয়মাণ বহুতল ও অতিমারির কারণে বন্ধ থাকা স্কুল-কলেজ৷
পুরসভার ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযান বছরজুড়ে জারি থাকলেও বর্ষার মরশুমে বহু জায়গায় জল জমে। ফলে ডেঙ্গুর মশা জন্মানোর আশঙ্কাও থাকে৷ সে কারনেই বিশেষ অভিযান শুরু করেছে পুরসভা।
আরও পড়ুন-‘পথসাথী’ মোটেলের দায়িত্ব রাজ্য এবার নিজের হাতেই নিচ্ছে
কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ এই বিষয়ে বৈঠক করেন নিকাশি, ভেক্টর কন্ট্রোল, জঞ্জাল সাফাই সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে৷ গত তিন বছরের ডেঙ্গু রিপোর্ট খতিয়ে দেখা হয়।এই প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, গত দু’বছরে কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। কারণ বৃষ্টি বেশি হলে মশাবাহিত রোগের প্রকোপ বেশি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই বিশেষ অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন-গুরুত্বপূর্ণ দিল্লি সফরের চতুর্থদিন, নীতীন-মমতা বৈঠকে উঠতে পারে জাতীয় সড়ক প্রসঙ্গ
ঠিক হয়েছে, কলকাতা পুরসভার ১৬টি বরোতেই প্রশাসনিক বৈঠক করা হবে এবং ডেঙ্গু নিয়ে পর্যালোচনা চলবে। ডেঙ্গু নিধনে কাজে লাগানো হবে ড্রোন। বিভিন্ন সুউচ্চ বহুতল বা নির্মীয়মাণ বাড়ির উপরে জমা জল আছে কি না খতিয়ে দেখা হবে ড্রোন উড়িয়ে৷ ঠিক হয়েছে, বর্ষার মরশুমে আগামী তিন মাস ডেঙ্গু বিরোধী অভিযান চালাবে পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগ। মূলত বিভিন্ন বন্ধ থাকা স্কুল-কলেজ এবং নির্মীয়মাণ বহুতলে বিশেষ অভিযান চালানো হবে। কোনও নির্মীয়মাণ আবাসনে ঢুকতে দেওয়া না হলে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ সেখানে কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে দেবে।