প্রতিবেদন : অভিনেতা সুশান্ত সিং রাজপুত খুন হয়েছেন। বিস্ফোরক অভিযোগ তুললেন ময়নাতদন্তে অংশ নেওয়া রূপকুমার শাহ। তাঁর স্পষ্ট অভিযোগ, পদ্ধতি মেনে ময়নাতদন্ত তো দূরে থাক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুধু কয়েকটা ছবি তুলেই দেহ তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। এই অভিযোগে বলিউড সরগরম।
আরও পড়ুন-দিনের কবিতা
রূপকুমার জানিয়েছেন, তাঁকে বলা হয়েছিল সুশান্ত-সহ পাঁচটি দেহ ময়নাতদন্তের জন্য আসবে। যার মধ্যে একটি ভিআইপি। সুশান্তের দেহ খুলতেই দেখি শরীরের বিভিন্ন জায়গায়, গলায়, ঘাড়ে, মাথায় প্রচুর আঘাতের চিহ্ন। ভিআইপি ময়নাতদন্তে সাধারণত ভিডিও করা হয়। কিন্তু এক্ষেত্রে শুধু ছবি তোলা হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। রূপকুমার জানাচ্ছেন, শরীরে নানা জায়গায় আঘাত দেখে সিনিয়রদের জানিয়েছিলেন। বলেছিলেন নিয়ম মেনে ময়নাতদন্ত হোক। কিন্তু কোনও এক অদৃশ্য নির্দেশে শুধু ছবি তুলে সুশান্তের দেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।