নিহতরা দুর্বৃত্ত! বললেন হিমন্ত

মেঘালয়ে মুখরোয় গুলিতে নিহত নিরীহ গ্রামবাসীদের এবার দুস্কৃতী বলে দাগিয়ে দিল অসমের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Must read

প্রতিবেদন : মেঘালয়ে মুখরোয় গুলিতে নিহত নিরীহ গ্রামবাসীদের এবার দুস্কৃতী বলে দাগিয়ে দিল অসমের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কতটা নির্লজ্জ, বেহায়া হলে এই কাজ করা যায়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজের মেরুদণ্ড বিক্রি করে রেখেছেন বিজেপির কাছে। দিল্লি ও অসমের অঙ্গুলিহেলনে বর্তমানে এনপিপি-বিজেপি সরকার চলছে মেঘালয়ে।

আরও পড়ুন-খুন হয়েছিলেন সুশান্ত? বিস্ফোরক অভিযোগে উত্তাল

মুখরোর ঘটনায় কাউকে গ্রেফতার করা তো দূর, তদন্ত কোন পর্যায়ে কেউ জানে না। এবার অসমের মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের দুস্কৃতী বলায় স্বাভাবিকভাবেই কনরাড সরকারও তাই বলবেন। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছে মেঘালয় তৃণমূল কংগ্রেস। মেঘলয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই রাজ্য কতোটা অবহেলিত। বিজেপি কোন চোখে মেঘালয়কে দেখে। মেঘালয় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। ৫ লক্ষ টাকা করে তাদের হাতে সাহায্য তুলে দিয়েছেন। কিন্তু মেঘালয় সরকার তাদের দিকে ফিরেও তাকায়নি। আসন্ন নির্বাচনের সময় এরপর কোন মুখে মেঘালয়বাসীর কাছে ভোট চাইবে এনপিপি-বিজেপি?

Latest article