ত্রিপুরায় গণতন্ত্র নেই, শপথ নিয়েই তোপ সুস্মিতার

Must read

প্রতিবেদন : রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করেই ত্রিপুরার বিজেপি সরকারের দিকে তোপ দাগলেন সুস্মিতা দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ত্রিপুরায় গণতন্ত্র নেই”।

সুস্মিতা বলেন, “আমি গত দুমাস ধরে ত্রিপুরার যা পরিস্থিতি দেখছি তাতে আমার মনে হয় ওখানে কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। বিরোধীদের প্রচারেরও কোনও জায়গা নেই। আমাদের প্রচুর কর্মীদের মারধর করা হয়েছে। বারবার বিরোধীদের উপর হামলা হচ্ছে।”

আরও পড়ুন: গোয়ার বিজেপি সরকার দুর্নীতিগ্রস্ত: বিস্ফোরক অভিযোগ প্রাক্তন রাজ্যপালের, মুখ্যমন্ত্রীর ইস্তফা চায় তৃণমূল

সম্প্রতি ত্রিপুরায় তৃণমূলের প্রচার কর্মসূচির ওপর হামলা হয়। আক্রান্ত হন সুস্মিতা দেব। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের যুব নেতা মামুন খান এই হামলায় গুরুতর আহত হন। তাঁকে কলকাতার এসএসকেএম-এ এনে চিকিৎসা করা হচ্ছে।

তাঁদের গাড়ির উপর হামলায় যাঁরা চালান, তাঁদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তৃণমূল সাংসদ। এই দাবি জানিয়ে ত্রিপুরার ডিজিপি-কে চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে সুস্মিতার অভিযোগ, গত ২৩ অক্টোবর আমতলি বাজার এলাকায় যাঁরা তৃণমূলের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়, তাঁদের নাম পুলিশকে জানানো সত্ত্বেও এখনও কেউ গ্রেফতার হয়নি।

Latest article