প্রতিবেদন: ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায় (Georgia mass shooting)। এবার হামলা হল জর্জিয়ায়। আততায়ীর গুলিতে মৃত্যু হল অন্তত চারজনের। মৃতদের মধ্যে এক মহিলা ও তিনজন পুরুষ বলে পুলিশ জানিয়েছে। তবে এখনও পর্যন্ত বন্দুকবাজের খোঁজ মেলেনি। যা বাসিন্দাদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছে। আততায়ীকে চিহ্নিত করা গেলেও তাকে গ্রেফতার করতে না পারা কার্যত পুলিশকে চ্যালেঞ্জের সামনে ফেলেছে।
জানা গিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০-৪৫ নাগাদ জর্জিয়ার (Georgia mass shooting) হ্যাম্পটন শহরে ঘটনাটি ঘটেছে। আন্দ্রে লংমোর এক যুবক স্থানীয় আবাসিক এলাকায় গুলি চালায়। তার এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চারজন। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি। হ্যাম্পটন পুলিশের প্রধান জানান, নিরাপত্তার স্বার্থে মৃতদের পরিচয় গোপন রাখা হয়েছে। বন্দুকবাজ কেন গুলি চালাল বা মৃতেরা তার পরিচিত কিনা সে বিষয়ে পুলিশ এখনও অন্ধকারে।
পুলিশ জানিয়েছে, আততায়ী আন্দ্রে লংমোর এলাকারই বাসিন্দা। তবে চারজনকে খুনের পর সে কোথায় গা-ঢাকা দিয়েছে তার হদিশ পায়নি পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আততায়ী একটি এসইউভি গাড়ি করে আটলান্টার দিকে পালিয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা শহর জুড়ে হত্যাকারীর সন্ধানে তল্লাশি চলছে। আততায়ী লংমোর সম্পর্কে তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। হ্যাম্পটনের এই ঘটনাকে হৃদয়বিদারক বলে জানিয়েছেন শহরের মেয়র।
আরও পড়ুন-Jane Birkin: প্রয়াত হলেন ফরাসি অভিনেত্রী তথা আইকন জেন বিরকিন