Jane Birkin: প্রয়াত হলেন ফরাসি অভিনেত্রী তথা আইকন জেন বিরকিন

জেন বিরকিন অনেক ছবিতে গান গাওয়া বা অভিনয় করেন। এছাড়া তিনি LGBT গোষ্ঠীর অধিকার এর দাবি নিয়ে লড়াই করেছিলেন।

Must read

৭৬ বছর বয়সে প্রয়াত হলেন ফরাসি অভিনেত্রী (French actress) তথা আইকন জেন বিরকিন (Jane Birkin)। জন্মসূত্রে তিনি ব্রিটিশ হলেও ফ্রান্সেই খ্যাতি অর্জন করেছিলেন । সেখানেই তিনি পরিচিতি পান, জনপ্রিয় হয়ে ওঠেন, এবং সেখানেই প্রয়াত হন।

আরও পড়ুন-ঢাকার বুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই ‘ওয়াটার বাস’ ডুবে মৃত অন্তত ৪

ফ্রেঞ্চ কালচার মিনিস্ট্রির তরফে জানানো হয়েছে এই দেশ তাঁদের টাইমলেস ফ্রাঙ্কোফোন আইকনকে হারাল। জেন বিরকিনকে তাঁর বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২০২১ সালে একটি মাইল্ড স্ট্রোক হয় অভিনেত্রীর। তারপর থেকেই নানা রকম হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া সেই বিখ্যাত গান ‘জে টেইম মই নন প্লাস…’ বা সহজ ইংরেজিতে ট্রান্সলেট করলে আই ‘লাভ ইউ… মি নট এনিমোর’ তিনি এবং তাঁর তৎকালীন প্রেমিক তথা গায়ক এবং লিরিসিস্ট সার্জ গেইন্সবার্গ গেয়েছিলেন।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে উত্তাল গঙ্গা, ধসে বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক

জেন বিরকিন অনেক ছবিতে গান গাওয়া বা অভিনয় করেন। এছাড়া তিনি LGBT গোষ্ঠীর অধিকার এর দাবি নিয়ে লড়াই করেছিলেন।

Latest article