মণিপুরে জ্বলছে আগুন! মুখ্যমন্ত্রীর কনভয়ে এবার জঙ্গি হামলা

Must read

ভোটের পরেও ফের উত্তপ্ত মণিপুর। অশান্তির আগুন জ্বলছে দিকে দিকে। এবার সশস্ত্র জঙ্গিরা হামলা চালাল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের (CM N Biren Singh) কনভয়ে। সোমবার উত্তর- পূর্বেই এই রাজ্যের কাংপোকপি জেলায় জাতীয় সড়ক ৩৭-এ সকাল সাড়ে দশটা নাগাদ জঙ্গিদের অতর্কিত হামলায় জখম হয়েছেন এক জন। এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন- ১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের ৪ কেন্দ্রে ভোট

আগেই অশান্ত হয়েছিল জিরিবাম জেলা। গত ৬ জুন একজনের মাথা কেটে খুনের পর জ্বালিয়ে দেওয়া হয় কমপক্ষে ৭০টি বাড়ি। এই সব নিয়ে সেখানে উত্তেজনা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে এদিন সেই এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন এন বিরেন সিং (CM N Biren Singh)। যাওয়ার পথেই তাঁর কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুকি জঙ্গি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে। মণিপুরে পুনর্নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গেই আবারও রক্তাক্ত। এই পরিস্থিতিতে মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনা।

Latest article