স্থগিত জেলা আদালত আন্দোলন

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার: জেলা ঘোষণার সাত বছর পেরিয়ে গেলেও জেলা আদালত চালু হয়নি রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারে (Alipurdwar)। যে আদালত চালু করবার জন্যে রাজ্য সরকার অস্থায়ী পরিকাঠামো নির্মাণ করে দিয়েছে এবং স্থায়ী পরিকাঠামোর জন্য ৬৪ কোটি টাকা ইতিমধ্যেই মঞ্জুর করেছে। তারপরেও জেলা আদালতের আইনি পরিষেবা থেকে বঞ্চিত এই জেলার মানুষ। কলকাতা হাইকোর্ট থেকে বহুবার আলিপুরদুয়ারে (Alipurdwar) জেলা আদালত চালুর জন্য পরিকাঠামো পরিদর্শন করে গেছেন প্রতিনিধি দল। কিন্তু তারপরেও জেলা আদালত চালু না হওয়ায় এই আন্দোলনে চলছে ১২ দিন ধরে। আলিপুরদুয়ারের সব আদালতে কর্মবিরতি চলার পর আইনমন্ত্রী মলয় ঘটকের আশ্বাসে ওই কর্মবিরতি স্থগিত ঘোষণা করল আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন। তবে আগামী এক মাসের মধ্যে এই সমস্যার সমাধান না হলে তাঁরা আবার বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন জেলার আইনজীবীরা।

Latest article