বীরবাহাকে কুকথা, ক্ষমা না চেয়ে বিপাকে বিজেপি

Must read

প্রতিবেদন : শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি ইস্যুটাকে জিইয়ে রাখতে চাইছে। আদিবাসী সেন্টিমেন্ট বলে দলিত-আদিবাসীদের নিয়ে রাজনীতি করতে চাইছে। কিন্তু শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে যেভাবে রাজ্যের মন্ত্রী ও জঙ্গলকন্যা মহিলা নেত্রী বীরবাহা হাঁসদাকে (Minister Birbaha Hansda) ‘আমার জুতার তলায় থাকে’ বলে কুৎসিতভাবে অপমান করেছেন সে-বিষয়ে বিজেপি বা শুভেন্দু কেন ক্ষমা চাইবে না? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। এ-বিষয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপি যেটা করার চেষ্টা করছে, সাধারণ মানুষ ও আদিবাসীরা সেটা বুঝতে পারছে। অখিল গিরি যা বলেছেন অন্যায় বলেছেন। দল এটাকে সমর্থন করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা চেয়েছেন। অখিল গিরি নিজে ক্ষমা চেয়েছেন। কিন্তু শুভেন্দু একজন বর্ষীয়ান মন্ত্রীকে ক্রমাগত দাঁড়কাক ও নানা বাজে কথা বলে উত্ত্যক্ত করেছে। অখিল গিরি ফাঁদে পা দিয়েছেন। কিন্তু কেউ একবারও ক্ষমা চেয়েছে? এরা নিজেরা বাজে কথা বলবে আবার এরাই বিপ্লব করবে। সাফ কথা কুণালের। সোমবার বীরবাহা হাঁসদা (Minister Birbaha Hansda) ও মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তৃণমূল পরষদীয় দলের কাছে শুভেন্দুর অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন। এদিন বিধানসভায় অখিল গিরির মন্তব্য নিয়ে মুলতবি প্রস্তাব আনলে স্পিকার বিমান বন্দোপাধ্যায় তা বাতিল করে দেন।

আরও পড়ুন-স্বচ্ছ পুর প্রশাসনের স্বার্থে বিল পেশ হল বিধানসভার, পাঁচ পুরসভায় দু’জন করে ডেপুটি মেয়র

Latest article