সংবাদদাতা, কাটোয়া : পঞ্চায়েত ভোটের আগে দলকে আরও শক্তিশালী করে তুলতে অভিনব পরিকল্পনা নিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বর্ধমান জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ। দলের জন্য যাঁদের একদা রক্ত ঝরেছে, তাঁদের প্রাপ্য সম্মান ফেরানোর পাশাপাশি, নানা কারণে দলের যেসব কর্মী নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, তাঁদেরও সক্রিয় করার উদ্যোগ নিচ্ছেন স্বপন। মন্তেশ্বরের কিসানমাণ্ডিতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রক্তদান শিবিরে স্বপন জানালেন, যে পরিবারগুলি সিপিএমের সন্ত্রাসের শিকার হয়েছিল, তাঁদের দরজায় হাজির হবেন। গোটা এপ্রিল মাস জেলায় ঘুরবেন। রক্তদান শিবিরে ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, বিধায়ক তপন চট্টোপাধ্যায়। স্বপন বলেন, ‘তৃণমূল কংগ্রেস দলটার জন্য যাঁদের রক্ত ঝরেছে, তাঁদের পরিবারের সঙ্গে নিজে দেখা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিষেবা ঠিকঠাক পেয়েছেন কিনা খোঁজ নেব। না পেলে যাতে পান, তার জন্য উদ্যোগ নেব।’