সংবাদদাতা, দুর্গাপুর: স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও ফেরানো হচ্ছে রোগীদের। রোগীর আত্মীয়রা যখনই বলছেন স্বাস্থ্যসাথীর কার্ডে ভর্তি করতে চান, তখনই সংশ্লিষ্ট হাসপাতাল বলে দিচ্ছে শয্যা নেই। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, তাদের এই রোগের চিকিৎসার পরিকাঠামো খুব একটা উন্নত নয় ইত্যাদি। ফলে বহু উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন : EL Nino দুর্বল, শক্তিশালী লা নিনা, এবার ভারতে প্রবল শীতের কামড়
পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ জমা পড়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে। অভিযোগ খতিয়ে দেখতে গত বুধবার থেকে স্বাস্থ্য দফতর শুরু করেছে অন্তর্বর্তী তদন্ত। জেলা স্বাস্থ্য অধিকর্তা শেখ মহম্মদ ইউনুস বলেন, শিগগিরই তাঁর কাছে রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেখ ইউনুস অবশ্য বলেন, দু- চারটে অভিযোগ পাওয়া গেলেও জেলার প্রতিটি হাসপাতাল এবং নার্সিংহোমেই স্বাস্থ্যসাথীর কার্ডে সুচিকিৎসা হচ্ছে।