ন্যাটোয় যোগ সুইডেনের

Must read

প্রতিবেদন : শেষপর্যন্ত ন্যাটোর সদস্য হল সুইডেন (sweden joins nato)। বৃহস্পতিবার ওয়াশিংটনে এই যোগদানপর্ব অনুষ্ঠিত হয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর দুবছর পর জাতীয় নিরাপত্তা নীতি পর্যালোচনা করে ন্যাটোয় ঢুকল সুইডেন (sweden joins nato)। এর ফলে ন্যাটোভুক্ত অন্য দেশগুলির থেকে সামরিক সহায়তা পাবে তারা। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর শরিক হতে বাধ্য করে। রাশিয়ার সঙ্গে দুদেশেরই প্রায় ১৩৪০ কিমি দীর্ঘ সীমান্ত থাকায় প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতেই ন্যাটো সামরিক জোটের শরিক হয়েছে তারা। রুশ হুমকি কার্যত উপেক্ষা করেই শক্তিবৃদ্ধি করল ন্যাটোও।

আরও পড়ুন- ডার্বির চাপ ভুলে সতর্ক দুই প্রধান, হামিলকে নিয়ে অস্বস্তি সবুজ-মেরুনে

Latest article