এক একক নারীর সংগ্রামের কাহিনি

Must read

সংবাদদাতা, রামপুরহাট : নারীর (Women’s day) অধিকার নিয়ে অনেক কথা হয়। কিন্তু সংগ্রাম ছাড়া সে অধিকার অর্জন হয় না। আমাদের চারপাশে এমন বহু উদাহরণ রয়েছে, যাঁরা নানাভাবে জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এমনই একজন ষাটোর্ধ্ব নারী বুড়ি রজক।
থাকেন রামপুরহাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে। তিন ফুট বাই চার ফুট এক অন্ধকার কুঠুরি তাঁর এই জীবন সংগ্রামের সাথী, সাক্ষীও। হারিয়েছেন স্বামী ও তিন পুত্রকে। পাশে কেউ নেই। তবু তিনি ভেঙে পড়েননি। ছাড়েননি হাল। তাঁর এই লড়াইকে শুধু বেঁচেবর্তে থাকার লড়াই বলে মনে করেন না তিনি। তিনি মনে করেন সংগ্রামই নারীর বেঁচে থাকার অধিকার। মুখের ভিতরে মাংসপিণ্ড নিয়ে বেশ কিছুদিন কষ্ট পাচ্ছিলেন। চিকিৎসক অভিষেক চট্টোপাধ্যায় নামমাত্র খরচে সেই জটিল অস্ত্রোপচার করে দিয়েছেন। মুখে হাসি নিয়ে ওই অন্ধ কুঠুরিতে কাচা কাপড় ইস্ত্রি করে জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ওই ওয়ার্ডের বাসিন্দা পার্থপ্রতিম গুহ বুড়ি রজক সম্পর্কে উচ্ছ্বসিত— নারীদিবসে (Women’s day) তাঁকে জানাই কুরনিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বও ওঁর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন বুড়ি রজক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা।

আরও পড়ুন-নতুন শিল্প স্থাপনে আরও উৎসাহ দিতে উদ্যোগ রাজ্যের, ইনসেনটিভ প্রকল্প নিয়ে নির্দেশ জারি

Latest article