নতুন শিল্প স্থাপনে আরও উৎসাহ দিতে উদ্যোগ রাজ্যের, ইনসেনটিভ প্রকল্প নিয়ে নির্দেশ জারি

Must read

প্রতিবেদন : নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা যাতে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথ ভাবে পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার (West Bengal) নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা সম্প্রতি বিভিন্ন বণিক সভা ও শিল্প সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমস্ত দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিল্পপতিদের তরফে ইনসেনটিভ স্কিমের বিষয়টি উত্থাপন করা হয়। বলা হয়, অনেক ক্ষেত্রেই ইনসেনটিভ দেওয়াকে ঘিরে আদালতে মামলা হচ্ছে। আবার বহুক্ষেত্রে দেখা যাচ্ছে, শিল্পোদ্যোগীদের তরফে ঋণের আবেদন করে বিনিয়োগ প্রকল্পের কাগজপত্র ব্যাঙ্কে জমা পড়ার পরেও ইনসেনটিভ স্কিম সংক্রান্ত অনুমোদন না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গতি আনার প্রয়োজন রয়েছে। সূত্রের খবর, এর পরেই মুখ্যসচিবের তরফে সংশ্লিষ্ট দফতরের সচিবদের বলা হয়েছে, এই কাজে গতি আনতে যা যা করা প্রয়োজন, তাই করতে হবে। এছাড়াও শিল্পপতিরা রাজ্যে (West Bengal) যে বিনিয়োগ আনছেন, সেই বিষয় নিয়ে আরও প্রচারের প্রয়োজন আছে বলে এদিনের বৈঠকে উল্লেখ করা হয়। ফলে শিল্পের জন্য ডেস্টিনেশন বেঙ্গলের প্রচারে আরও জোর দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই রাজ্যে কত টাকার বিনিয়োগ হয়েছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দফতরে নানা সময় যে বিনিয়োগ এসেছে, সংশ্লিষ্ট দফতরগুলিকে নিজ নিজ তথ্য তৈরি করতে বলা হয়েছিল। সেই তথ্য তৈরির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়েও মুখ্যসচিব খোঁজখবর নিয়েছেন। তিনি এই কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপেও টিকিট নিয়ে জটিলতা

Latest article