জেলায় জেলায় এবার সিনার্জি

পর্যটন, চামড়া, খাদ্য প্রক্রিয়াকরণ-সহ আর কোন কোন ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের সুযোগ রয়েছে, সিনার্জির মাধ্যমে শিল্পপতিদের কাছে তা তুলে ধরা হবে।

Must read

প্রতিবেদন : আগামী বছর রাজ্য সরকারের প্রস্তাবিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রতিটি জেলায় শিল্পপতি ও বণিকসভাগুলির সঙ্গে সমন্বয় বৈঠক বা সিনার্জি শুরু হতে চলেছে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই জেলা শিল্প সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন জেলার মোট ১১টি কেন্দ্রে এই সম্মেলন আয়োজন করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ১১ তারিখ নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে উত্তর ২৪ পরগনা জেলার শিল্প সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

আরও পড়ুন-ডেঙ্গি প্রতিরোধে

১৪ ডিসেম্বর শরৎসদনে হাওড়া জেলার শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এরপরে ধাপে ধাপে প্রতিটি জেলার এই ধরনের সম্মেলনের আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা এই জেলা সম্মেলনগুলিতে উপস্থিত থেকে বণিক ও শিল্প সমাজের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন শিল্প স্থাপন ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বাংলায় কাজ করতে শিখুন বাংলা

পর্যটন, চামড়া, খাদ্য প্রক্রিয়াকরণ-সহ আর কোন কোন ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের সুযোগ রয়েছে, সিনার্জির মাধ্যমে শিল্পপতিদের কাছে তা তুলে ধরা হবে। জেলা শিল্প সম্মেলনের সূচি— ১) উত্তর ২৪ পরগনা-৭ ডিসেম্বর ২) হাওড়া- ১৪ ডিসেম্বর ৩) পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া-২২ ডিসেম্বর ৪) নদিয়া, পূর্ব বর্ধমান-২৮ ডিসেম্বর ৫) হুগলি- ৭ জানুয়ারি ৬) বীরভূম, মুর্শিদাবাদ- ২০ জানুয়ারি ৭) দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা- ২৮ জানুয়ারি ৮) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম- ৪ ফেব্রুয়ারি ৯) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- ১০ ফেব্রুয়ারি ১০) দার্জিলিং ও কালিম্পং- ১১ ফেব্রুয়ারি ১১) মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর- ১৮ ফেব্রুয়ারি।

Latest article