অরুণাচলে মিলল লুপ্তপ্রায় তাকিন

Must read

প্রতিবেদন : বক্সার জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছে বাংলার বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের। এবার দেশের অন্যান্য রাজ্যেও গহীন অরণ্যে ক্যামেরাবন্দি হচ্ছে একের পর এক লুপ্তপ্রায় বিরল প্রাণী। রবিবার এল জোড়া সুখবর। অরুণাচলের দুর্গম অরণ্যে দেখা মিলল লাল তালিকাভুক্ত লুপ্তপ্রায় তাকিনের। পাশাপাশি অসমের কাজিরাঙা অরণ্যে ক্যামেরা বন্দি হল বিরল হোয়াইট হগ ডিয়ার।

আরও পড়ুন-ঠান্ডায় কাবু দিল্লি

অরুণাচলের পূর্ব কামেং জেলার সেপ্পা জঙ্গল দুর্লভ প্রাণীদের অন্যতম আবাসস্থল। স্নো লেপার্ডের সন্ধান চালাতে সম্প্রতি এই জঙ্গলের ৩ হাজার ৫০০ মিটার উচ্চতায় দুর্গম জঙ্গলে ক্যামেরা লাগানো হয়েছিল। সেই লুকোনো ক্যামেরায় ধরা পড়ল তাকিন নামের প্রাণীটি। এই প্রাণীটি আদতে ছাগল গোত্রের। কিন্তু তার দেহ অনেক বড়।

অন্যদিকে, রবিবারই অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে খোঁজ মিলেছে অতি দুর্লভ এক সাদা হগ ডিয়ারের। সম্পত্তি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Latest article