২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধৃত ইডি অফিসার!

Must read

প্রতিবেদন : বিজেপির নির্দেশে রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের হেনস্থা শুরু করেছে ইডি (Enforcement Directorate)। আর এবার প্রকাশ্যে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ইডি আধিকারিক। গোটা ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা ফের প্রশ্নের মুখে।
শুক্রবার তামিলনাড়ুর দুর্নীতিদমন শাখা ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন দফতর নগদ ২০ লক্ষ টাকা সহ হাতেনাতে ধরে ফেলে ওই ইডি আধিকারিককে। সেইসঙ্গে উদ্ধার হয়েছে ওই আধিকারিকের পরিচয়পত্র। সেখানে দেখা গিয়েছে ধৃত অঙ্কিত তিওয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক ঊর্ধ্বতন আধিকারিক।
তামিলনাড়ুর ডিভিএসি সূত্রে জানা যায়, রাজ্যে ইডির স্ক্যানারে থাকা বহু মানুষকে বেশ কিছুদিন ধরে হুমকি দিচ্ছিলেন ইডি আধিকারিকরা (Enforcement Directorate)। সেই সূত্রে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডিভিএসি। ধৃত অঙ্কিত তিওয়ারির বিরুদ্ধে বেশ কিছু মানুষের থেকে হুমকি দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল।
শুক্রবার বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিন্ডিগুল জেলার একটি টোলপ্লাজায় হানা দেয় ডিভিএসি ও ডিন্ডিগুল থানার পুলিশ। সেখানেই এক চিকিৎসকের কাছে ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন অঙ্কিত, এমনটাই দাবি ডিভিএসি-র। টোলপ্লাজার কাছে একটি গাড়ি আটক করেন তদন্তকারী আধিকারিকরা। গাড়ি থেকে উদ্ধার হয় ঘুষ নেওয়া টাকা। অঙ্কিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- কোথায় গেল স্বচ্ছ ভারত? গ্রামে কমছে শৌচালয় ব্যবহার

Latest article