রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপির অঙ্গুলিহেলনে চলেন বহুদিন ধরেই। এই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার চলতি অধিবেশনে বিশ্ববিদ্যালয় বিল পাশ এবং সেই সূত্রে করা রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যকে কেন্দ্র করে নিজেদের দাবিকে আরও জোরালোভাবে পেশ করল শাসক দল। সোমবার বিধানসভায় পেশ হয় বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। যেখানে সমস্ত সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য় পদ থকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে ওই পদে আনার সিদ্ধান্ত হয়েছে। আগাগোড়াই এই বিলের বিরোধিতা করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সূত্রেই দাবি করেন, রাজ্যপাল ওই বিলে সই না করলে তা আইনে পরিণত করার উপায় নেই। রাজ্যপালের কাছে বিলটি যাবে। রাজ্যপাল বিলটি দিল্লি পাঠাবে। এটা যুগ্ম তালিকার মধ্যে আছে। দিল্লিতে গিয়ে বঙ্গ নামের মতো, বিধান পরিষদের মতো আমাদের কাছে পড়ে থাকবে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় শান্ত পরিবেশ ফিরে আসায় উদ্যোগ, ১২ বছর পর জঙ্গলমহলে বন অফিস
এই প্রসঙ্গ উত্থাপন করে উপ মুখ্য সচেতক তাপস রায় বলেন, ‘‘যে কথাটা আমরা সমসময় বলে আসছিলাম, সেটাই এখন সকলের চোখের সামনে। রাজ্যপাল জগদীপ ধনকড় ও বিজেপির হাতে হাত ধরে পশ্চিমবঙ্গের উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে। আজ শুভেন্দু অধিকারী সকলের সামনে বলেছেন কীভাবে তিনি রাজ্যপালের অফিসকে প্রভাবিত করেন। আমি বিরোধী দলনেতাকে বলব, বিধানসভায় কোনও মন্তব্য করার আগে দেশের সংবিধানটা একবার পড়ুন।’’