নয়াদিল্লি : সামাজিক মাধ্যমে অবাঞ্ছিত পোস্টের কারণে বন্ধ হতে পারে পেনশন। প্রাক্তন কর্মীদের হুঁশিয়ারি দিল সেনাবাহিনী।
সেনার তরফে সতর্ক করা হয়েছে, প্রাক্তন কোনও সেনাকর্মীর পোস্টে যদি বাহিনীর মধ্যে সম্প্রীতি নষ্ট করার সম্ভাবনা দেখা যায় তাহলে সেই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের পেনশন বন্ধ করা হবে।
আরও পড়ুন-মত প্রকাশের সময় বাড়াল আইন কমিশন
ভারতীয় দণ্ডবিধি তুলে ধরে বলা হয়েছে, নির্দিষ্ট আইন অনুযায়ী তাঁদের পেনশন বন্ধ করা হবে। স্থানীয় কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতির উপর নজর রাখার জন্য। সেনার সব কমান্ডের এডিজিকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, সম্প্রতি বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্মীর কাজকর্মে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে। অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক মাধ্যমে যে বক্তব্য রাখা হয়েছে, সেগুলি ঘৃণায় ভরা, অপমানজনক এবং সেখানে বিদ্রোহের সুর রয়েছে।
আরও পড়ুন-ইমোশনের আঁতুড়ঘর
সামাজিক মাধ্যমের বার্তাগুলিতে জনগণের ভাবনাচিন্তাকে প্রভাবিত করা হচ্ছে এবং তার বড় প্রভাব পড়ছে বলে দাবি। সব মিলিয়ে বাহিনীর মধ্যে এর ক্ষতিকারক প্রভাব পড়ছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। শীর্ষ কর্তৃপক্ষের হুঁশিয়ারি, নিষেধাজ্ঞার পরেও ফের সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট করা হলে স্থানীয় থানায় সংশ্লিষ্ট আইন মোতাবেক অভিযোগ দায়ের করা হবে।