প্রতিবেদন : আসন্ন উৎসবের মরশুমে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আরও জোরদার অভিযানে নামছে টাস্ক ফোর্স (Task Force)। কাল মঙ্গলবার নবান্নে এই মর্মে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে ছিলেন সংশ্লিষ্ট সমস্ত দফতরের মন্ত্রী, সচিব, শীর্ষস্তরের আধিকারিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। সাম্প্রতিক দুর্যোগের জেরে ফসলের কতটা ক্ষতি হয়েছে, তার প্রভাবে বাজারদরের পরিস্থিতি পর্যালোচনা করা হয় বৈঠকে। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে। এখন অতি-বৃষ্টির জেরে বাজারদর বৃদ্ধি পায় কি না, তা দেখতে হবে। যাতে পুজোর সময় কোনওরকম বাড়তি চাপ না আসে আম বাঙালির উপর, তা জানতেই টাস্ক ফোর্স নামবে বাজারে। রাজ্য সরকারের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর আগে জিনিসপত্রের দামবৃদ্ধির প্রবণতা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই মুখ্যসচিবকে বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।