প্রতিবেদন : ‘‘দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম। কিন্তু এখনই তা হচ্ছে না।” দল ছাড়তে বলায় ফের বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ তথাগত রায়ের। শনিবার দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘যাঁরা এতদিন দলের জন্য কিছুই করেনি, দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন৷ এটাই আমাদের দুর্ভাগ্য৷ আর কতদিন লজ্জা পাবেন, দল ছেড়ে দিন৷”
আরও পড়ুন : দুর্যোগ-বিধ্বস্ত গ্রাম বাংলায় দরাজহস্ত রাজ্য সরকারের ৪০ হাজার কৃষককে ক্ষতিপূরণ
এর পাল্টা দিয়ে বিজেপি নেতা তথাগত রায় আজ বলেন, ‘‘গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।” বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই একের পর এক বোমা ফাটাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নিজের দলের নেতা ছাড়াও বিরোধীদের নিয়েও কথা বলছেন তথাগত।