প্রতিবেদন : শুধু কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের হেনস্তা করা যাবে, কিন্তু এতে কোনও লাভ হবে না। এতে তৃণমূল কংগ্রেসকে হয়তো সাময়িক ভাবে কিছুটা সমস্যায় ফেলা যাবে। কিন্তু এ রাস্তায় গেলে বঙ্গ বিজেপির আখেরে কোনও লাভই হবে না। এভাবে বাংলা দখল করা যাবে না। এই ভাষাতেই বঙ্গ বিজেপি নেতাদের বিধঁলেন রাজ্যে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। সেই সঙ্গে নাম না করে রাজ্য বিজেপির ট্রেনি সভাপতি ও লোডশেডিং বিরোধী নেতাদের উদ্দেশ্যে বর্ষীয়ান নেতার পরামর্শ, রাজ্যে ক্ষমতায় আসতে গেলে চাই একটি সুচিন্তিত পরিকল্পনা। ট্যুইটারে তিনি (Tathagata Roy) লেখেন, ইডি ও সিবিআই চুরি ধরবে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে।