‘মূর্খ’, তথাগতর নিশানায় এবার দিলীপ ঘোষ

Must read

বুধবার সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান রাজ্যের বিজেপি সাংসদরা। সেই বিক্ষোভে বিজেপি নেতা তথাগত রায় দিলীপ ঘোষের হাতে থাকা পোস্টারের ভুল নিয়েই টুইটারে সরব হলেন । সরাসরি দিলীপ ঘোষকে নিশানা করে তথাগত লেখেন, “এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন মূর্খের অশেষ দোষ”।

প্রসঙ্গত, ওই সময়ে দিলীপ ঘোষের হাতে থাকা পোস্টারে ‘কন্যাশ্রী’ হয়ে গিয়েছিল ‘কন্নাশ্রী’, পোস্টারে উল্টে যায় ই-কারও। ওই ভুল পোস্টার নিয়ে তথাগত টুইট করেন৷ পাশাপাশি অবশ্য টুইটে লেখেন, “পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না”।

রাজনৈতিক মহলের এই মর্মে ব্যাখ্যা, স্পষ্টই বোঝা যায় দ্বিতীয় ওই লাইনটি লেখা হয়েছে, দিল্লির নেতাদের ভর্ৎসনা এড়াতে৷ আসলে তথাগত রায় দিলীপ ঘোষকেই ‘অশিক্ষিত’ বলে তোপ দেগেছেন৷

প্রসঙ্গত কোনও এক ঘটনার প্রতিবাদে সংসদে গান্ধীমূর্তির নিচে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়রা। সেখানেই ওই ভুল বানানে লেখা পোস্টার হাতে নির্দ্বিধায় দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ।

Latest article