করফাঁকি! ২ কোটির নোটিশ তাজমহলকে

তাজমহলের বিরুদ্ধে করফাঁকি দেওয়ার অভিযোগ। আগ্রার প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রায় দু’কোটি টাকা কর বকেয়া রয়েছে তাজমহলের

Must read

প্রতিবেদন : তাজমহলের বিরুদ্ধে করফাঁকি দেওয়ার অভিযোগ। আগ্রার প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রায় দু’কোটি টাকা কর বকেয়া রয়েছে তাজমহলের। সম্পত্তি কর থেকে জলের কর—বাকি রয়েছে সবকিছুই। এই বিষয়ে এএসআইকে চিঠি দিয়েছে আগ্রা নগর নিগম। তবে পরবর্তী ক্ষেত্রে আগ্রা প্রশাসনের তরফে বলা হয়েছে, ভুলবশত এই চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ঐতিহাসিক স্থাপত্যগুলির উপরে কর বসানোর নিয়ম নেই।

আরও পড়ুন-তৃণমূল জমানায় মাওবাদী সমস্যা মুক্ত হয়েছে বাংলা, জানাল কেন্দ্র

আগ্রা নগর নিগমের দাবি, তাজমহলের সম্পত্তি কর হিসাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে। জল কর হিসাবেও ১ কোটি ৯০ লাখ টাকা মেটায়নি তাজমহল কর্তৃপক্ষ। ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবর্ষের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর না মেটালে তাজমহল বাজেয়াপ্ত করা হবে। ২০১৭ সালে এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল আগ্রা প্রশাসন। অবশেষে ২০২২ সালে এএসআইকে নোটিশ পাঠানো হল এমনটাই জানিয়েছেন আগ্রা নগর নিগমের এক আধিকারিক। ১৫ দিনের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাজমহলকে।

আরও পড়ুন-দেশে এমবাপেদের বীরের সম্মান

তবে শুধু তাজমহল নয়, করের নোটিশ ধরানো হয়েছে তাজমহল সংলগ্ন ইৎমাদ-উদ-দৌল্লার সমাধিকেও। জাহাঙ্গিরের স্ত্রী নুরজাহানের পিতার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা বেবি তাজের বিরুদ্ধেও নোটিশ জারি করা হয়েছে।

Latest article