যোগীরাজ্যের দশা

Must read

ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর (Lakhimpur) খেরি। বিজেপি শাসিত এই রাজ্যে আইন-শৃঙ্খলার কী করুণ পরিণতি তা স্পষ্ট করে দিলেন শিবম গুপ্ত নামে এক ট্যাক্সিচালক। বুধবার রাতে লখিমপুর (Uttar Pradesh- Lakhimpur) খেরি শহরে গৌরী ফান্টা থানার সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন শিবম। গুরুতর জখম ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। শিবম জানিয়েছেন, তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ট্যাক্সি চালানোর জন্য প্রতি মাসে তাঁকে স্থানীয় থানায় আড়াই হাজার টাকা দিতে হয়। এর পরেও রয়েছে মস্তানদের অত্যাচার। যখন তখন টাকা আদায় করে মস্তানরা। পুলিশকে বিষয়টি জানিয়েও কোনও ফল হয়নি। দিনের শেষে ট্যাক্সি চালিয়ে তাঁর হাতে প্রায় আর কিছুই থাকত না। সে কারণেই তিনি পরিবারের ভরণপোষণে সমস্যায় পড়তেন। এই সমস্যার হাত থেকে বাঁচতেই তিনি গায়ে আগুন দেন।

আরও পড়ুন: ৪১০ শিশুকে মেয়াদ পেরোনো টিকা! ক্যাগ রিপোর্ট

Latest article