সংবাদদাতা, আলিপুরদুয়ার : ইপিএফের সুদের হার কমের প্রত্যক্ষ প্রভাব পড়বে উত্তরের চা-বলয়েও। কেন্দ্রের এই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে, এবার আলিপুরদুয়ার জেলার চা-বলয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রবিরোধী আন্দোলনের সূচনা হিসেবে আজ বুধবার জেলার প্রতিটি চা-বাগানে তৃণমূলের সাধারণ শ্রমিক সংগঠন ও চা-শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গেট মিটিং করা হবে।
আরও পড়ুন-প্রবীণদের কাছে কাজ শিখতে চান নবীন সভাপতি
কেন্দ্রের এই সিদ্ধান্ত ছাড়াও প্রতিটি বাগানের শ্রমিকদের আলাদা আলাদা সমস্যার সমাধানের বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে এই গেট মিটিং থেকে। ইতিমধ্যেই জেলা জুড়ে নানা এলাকায় কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। প্রায় প্রতিদিন রাজপথে সংগঠিত হচ্ছে কেন্দ্রবিরোধী মহামিছিল। তবে এবার আরও বড় আন্দোলনের পথে চা বলয়। এই বিষয়ে আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বিনোদ মিনজ বলেন, ‘‘কেন্দ্র সবসময়ই সাধারণ মানুষের স্বার্থবিরোধী কাজ করে, এটা তার একটা প্রমাণ।
আরও পড়ুন-কাউন্সিলর খুন, পানিহাটি ও ঝালদায় কড়া পদক্ষেপ, পানিহাটি খুনে ধৃত আরও ১, আটক ৩
চা-বাগান নিয়ে কেন্দ্র কোনওদিন ভাবেই না, উল্টে ইপিএফের সুদ কমে যাবার কারণে চা-কর্মচারীদেরও ক্ষতি হবে।’’ চা- বলয়ের এই আন্দোলনের বিষয়ে জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, ‘‘চা-শ্রমিক-সহ যাঁরা ইপিএফের আওতায় আছেন সবার স্বার্থেই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন। কাল চা- বলয়ে শুরু হবে এই আন্দোলন। মেহনতি মানুষের জন্য আমরা এই আন্দোলন
গড়ে তুলছি।’’
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…