প্রবীণদের কাছে কাজ শিখতে চান নবীন সভাপতি

প্রবীণদের কাছে শিখতে হবে। কাজ করতে হবে সমন্বয় রেখে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বরাবরই এই কথা বলেছেন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : প্রবীণদের কাছে শিখতে হবে। কাজ করতে হবে সমন্বয় রেখে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বরাবরই এই কথা বলেছেন। জেলা সভাপতি হিসাবে নাম ঘোষণার পর তা অক্ষরে অক্ষরে পালন করলেন পার্থপ্রতিম রায়। প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দেখা করলেন তিনি। মঙ্গলবার প্রবীণ নেতার বাড়িতে যান পার্থপ্রতিম। পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। ফুলের তোড়া হাতে হল কুশল বিনিময়। এরপর জেলায় উন্নয়ন নিয়ে হয় বৈঠক।

আরও পড়ুন-কাউন্সিলর খুন, পানিহাটি ও ঝালদায় কড়া পদক্ষেপ, পানিহাটি খুনে ধৃত আরও ১, আটক ৩

বৈঠক শেষে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘সৌজন্যমূলক সাক্ষাৎকার। পার্থ জেলা সভাপতি হয়েছে। ওকে অনেক শুভেচ্ছা। জেলার বিভিন্ন উন্নয়ন নিয়ে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি।” কোচবিহারের রাজনীতিতে কাকা রবীন্দ্রনাথ ঘোষ ও তাঁর ভাইপো পার্থপ্রতিম রায়। রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই পার্থপ্রতিম রায়ের সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়া। মঙ্গলবার রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দেখা করে বেরিয়ে পার্থপ্রতিম বলেন, ‘‘উনি প্রবীণ নেতা। রাজনীতির অনেককিছুই ওঁদের কাছে আমাদের শিখতে হবে। তৃণমূল কংগ্রেস সমন্বয় রেখে কাজ করে। জেলা সভাপতি হওয়ার পর তাই দেখা করতে গিয়েছিলাম। উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। কাজের ক্ষেত্রে কোনওরকম সমস্যা হলে আবার যাব।”

Latest article