তৃণমূলের উদ্যোগে খুলল বন্ধ চা-বাগান

শুক্রবারের বৈঠকের চুক্তির বিষয়গুলি শ্রমিকদের সামনে তুলে ধরা হয়। বাগানের নিয়ম-শৃঙ্খলা মেনেই শ্রমিকদের কাজ করার কথা জানান তিনি।

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাসি ফুটল বাগান শ্রমিকদের মুখে। পুজোর আগে খুলল বন্ধ চা-বাগান। ১২ দিন বন্ধ থাকার পর শনিবার খুলে গেল রাজগঞ্জ ব্লকের সুকানি প্রোজেক্ট টি গার্ডেন। গত ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। পুজোর আগে বাগান বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ে চা শ্রমিক-কর্মচারীদের। তবে শনিবার বাগানটি পুনরায় চালু হওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে।

আরও পড়ুন-নিজের সঙ্গেই লড়াই : নীরজ

কাজ শুরু হওয়ার আগে শ্রমিকদের সঙ্গে দেখা করেন তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের রাজ্য সহসভাপতি তপন দে। শুক্রবারের বৈঠকের চুক্তির বিষয়গুলি শ্রমিকদের সামনে তুলে ধরা হয়। বাগানের নিয়ম-শৃঙ্খলা মেনেই শ্রমিকদের কাজ করার কথা জানান তিনি। উল্লেখ্য, বাগান শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে লাগাতার লড়াই করছ তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন। বিজেপির প্ররোচনায় হঠাৎ করে মালিকপক্ষের বাগান বন্ধ করার বিরুদ্ধেও আন্দোলনে নেমেছে তৃণমূল। এই প্রতিবাদের ফলেই বন্ধ চা-বাগান খুলতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ। চা-বাগান শ্রমিক ইউনিয়নের আন্দোলনের ফলেই ২০ শতাংশ বোনাসের দাবি মিটেছে আলিপুরদুয়ারের দলগাঁও চা-বাগানে। অন্যান্য যে চা-বাগানগুলিতে দাবি মেটাতে আন্দোলন চলছে। তৃণমূল কংগ্রেসের এই লাগাতার আন্দোলনের জেরেই নিজেদের প্রাপ্য ফিরে পাচ্ছেন বাগানশ্রমিকেরা।

Latest article